ঢাকা | বঙ্গাব্দ

টিসিবি পরিবার পরিচিতি"কার্ডের প্রতিবারের ন্যায় এইবার তেল না দেওয়ায় পন্য ক্রয় বন্ধ করলেন ক্রেতারা

  • আপলোড তারিখঃ 26-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 281965 জন
টিসিবি পরিবার পরিচিতি"কার্ডের প্রতিবারের ন্যায় এইবার তেল না দেওয়ায় পন্য ক্রয় বন্ধ করলেন ক্রেতারা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

মোংলা উপজেলার ৬টি ইউনিয়নে "টিসিবি পরিবার পরিচিতি কার্ড" এর মাধ্যমে অর্ধেক বা তার চেয়েও কম টাকায় দেয়া হতো ডাল, চাল, তেল, ইত্যাদি পণ্য। 


প্রতি মাসের শেষে দেওয়া হতো এই পণ্য। যাদের টিসিবির কার্ড থাকত তারাই পেতো শুধু এই পণ্য। 


এই পন্য ক্রয়ের ক্ষেত্রে কোন টাকা নির্ধারণ করা নেই। তবে এক এক মাসে পণ্যকে কেন্দ্র করে নেয়া হতো এক এক রকম টাকা। কোন মাসে ৫৩৫  টাকা, কোন মাসে ৪৪০ টাকা।


"৫৩৫ টাকার পণ্যের তালিকাঃ

১) ২ কেজি ডাল

২) ১ কেজি চিনি 

৩) ৫ কেজি চাল 

৪) ২ লিটার সয়াবিন তেল 

৫) এবং ১ কেজি সোলা


৪৪০ টাকার পণ্যের তালিকাঃ

১) ২ কেজি ডাল 

২) ১ কেজি চিনি 

৩) ৫ কেজি চাল 

৪) ২ লিটার সয়াবিন তেল 


আজ ২৬ শে এপ্রিল শুক্রবার সকাল ১০ টা নাগাদ "টিসিবি পরিবার পরিচিতি কার্ডের" পণ্য বিক্রয়ের জন্য "টিসিবি পরিবার পরিচিতি কার্ডের" ডিলার চিলা ইউনিয়ন পরিষদে আসে। 


তবে প্রতিবারের ন্যায় এইবার দেওয়া হয়নি তেল। টাকাও নির্ধারণ করা হয় কম। ৩৪০ টাকা দেওয়া হচ্ছে ৫ কেজি চাল, 2 কেজি ডাল, ১ কেজি চিনি।

তবে এটা মানতে রাজি নয় ক্রেতারা। ক্রেতাদের বক্তব্য অনুযায়ী ছয়টি ইউনিয়নের পাঁচটি ইউনিয়নই দেওয়া হয়েছে তেল, শুধুমাত্র চিলা ইউনিয়নেই দেওয়া হচ্ছে না তেল।


তারা বলছে আমাদেরকে তেল না দিয়ে এই তেল বেশি টাকায় বাইরে বিক্রি করা হচ্ছে। তাই বাধ্য হয়ে আমরা ক্রয় করা বন্ধ করে দিয়েছি। 


সর্বশেষে তেল না দেয়া হলে পন্য ক্রয় করবেন না সাধারণ ক্রেতারা। তাই উপর মহলের কর্মকর্তাদের আসার অপেক্ষায় "টিসিবি পরিবার পরিচিতি কার্ডের" ডিলার  এবং সাধারণ ক্রেতারা পণ্য নিয়ে বসে আছে চিলি ইউনিয়ন পরিষদের।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন